রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠ নিয়ে চলমান আন্দোলনের মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে, কলাবাগান থানার জন্য সরকারি নিয়ম মেনে জমি অধিগ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ডিএমপি কলাবাগান থানার জন্য ধানমন্ডি মৌজার অধীনে শূন্য দশমিক ২০ একর জমি অধিগ্রহণ করেছে এবং এটি সরকারি সম্পদ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ জমির মালিক।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএমপি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে ছাড়পত্র পেয়েছে এবং সরকার ও জনস্বার্থে প্রয়োজন হওয়ায় এতে তাদের (রাজউক) কোনো সমস্যা নেই।
স্থানীয় সংসদ সদস্য জনগণের নিরাপত্তার জন্য বিতর্কিত জমিতে থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ডিও চিঠিও পাঠিয়েছিলেন বলে বিবৃতিতে বলা হয়।
ডিএমপি পরিবেশ অধিদপ্তরের (ডিওই) অনাপত্তিপত্র পেয়েছে বলেও জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি কোনো প্রতিষ্ঠান ও ব্যক্তির জমিতে অবৈধভাবে কোনো ভবন নির্মাণ করছে না।
এর আগে রবিবার বেলা ১১টার দিকে ফেসবুকে খেলার মাঠে সীমানা প্রাচীর নির্মাণের লাইভ স্ট্রিমিং করার সময় সৈয়দা রত্না ও তার ছেলেকে আটক করে পুলিশ। তবে আটকের ১৩ ঘণ্টা পর তাদের ছেড়ে দেয় পুলিশ।
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে থানা নির্মাণের প্রতিবাদে স্থানীয় বাসিন্দা রত্না ও তার ছেলেকে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কাউকে ১৩ ঘণ্টার বেশি আটকে রাখা দেশের সংবিধান ও আইনের লঙ্ঘন।
এদিকে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কলাবাগান থানা নির্মাণে বরাদ্দ দেয়া তেঁতুলতলা খেলার মাঠ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।