আইসিটি খাতের অনিয়ম, অপব্যবস্থাপনার তদন্ত ও গবেষণাপূর্বক আইসিটি শ্বেতপত্র প্রণয়ন করতে অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহর নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করেছে সরকার।
চলতি বছরের ১৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে এই টাস্কফোর্স গঠন করা হয়। গঠিত টাস্কফোর্স ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইসিটিখাতের অনিয়ম ও অপব্যবস্থাপনার তদন্ত করবে।
আরও পড়ুন: ভোলায় অনিয়মের সংবাদ সংগ্রহ করায় হামলা, সাংবাদিকসহ আহত ৬
একটি তথ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করার লক্ষ্যে দেশবাসীর কাছে তথ্য চেয়ে সহযোগিতা চেয়েছে কমিটি।
তথ্যদাতারা আইসিটিখাত সংশ্লিষ্ট কোনো দুর্নীতি বা অনিয়ম সম্পর্কে তথ্য নিচের চ্যানেলগুলো ব্যবহার করে তাদের তথ্য, মতামত ও প্রস্তাবনা দিতে পারবেন। পাশাপাশি সকল প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের ধাপে আইনি ব্যত্যয় বা অনিয়মের প্রমাণ যেমন টেন্ডার প্রক্রিয়ায় কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্প স্থান নির্ধারণ ইত্যাদি সম্পর্কেও তথ্য দেওয়া যাবে।
ইমেইল: [email protected]
ফেসবুক: www.facebook.com/ictwhitepaperbd2025
লিংকডইন: www.linkedin.com/company/ictwhitepaperbd2025