আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী (৭৬) আর নেই। সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে প্রবীণ এই নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাসপাতালের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রবীণ এই নেতা হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ১৫ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।
তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ গভীর শোক জানিয়েছেন।
রাষ্ট্রপতি এক শোক বার্তায় মৃতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
আরও পড়ুন: ডেসমন্ড টুটুর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
শহীদজায়া মুশতারী শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে প্রেসক্লাব ও ডিআরইউ’র শোক