শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, আগামী বছরে পরিক্ষামূলকভাবে কয়েকটি শ্রেণিতে নতুন কারিকুলাম অনুযায়ী বই আসছে।
তিনি বলেন, আগামী বছরে পরিক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রম অনুসারে ১ম ও ২য় শ্রেণিতে এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন কারিকুলাম অনুযায়ী পাঠ্য বই আসছে।
তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকে ভুল থাকলে তা সংশোধন করা হবে।
শুক্রবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবের অডিটরিয়ামে চাঁদপুর প্রেসক্লাব কর্তক আয়োজিত ‘সাংবাদিক সমাবেশে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পরের বছর অষ্টম ও নবম শ্রেণি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং ২০২৫ সালে পঞ্চমম এবং দশম শ্রেণিতে নতুন সংস্করণের বই আসবে। এসবই পরীক্ষামুলক সংস্করণ। এসবের ফিড ব্যাকও তিনি দেখবেন।এজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন এমপিওভুক্ত শিক্ষকগণকে প্রশিক্ষক হিসেবে নিয়োগের বেলায় দেখা হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা, মেধা ও সক্ষমতা।এতে অভিজ্ঞ শিক্ষকদের অবমুল্যায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, অনেক অভিজ্ঞ শিক্ষক আছেন কিন্তু প্রশিক্ষণ দেয়ার মতো তার সক্ষমতা নেই।নেই দক্ষতাও। সরকার /আমরা শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার রুপান্তর ঘটানোর চেষ্টা করছি।
এসময় শিক্ষামন্ত্রী দীপুমনি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য সাংবাদিকদেরকে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া কোথাও ভুলভ্রান্তি হলে তা দেখিয়ে দেয়ারও আহ্বান জানান।
এসময় শিক্ষামন্বত্রী বলেন, তিনি সাংবাদিক পরিবারেরই সন্তান।
তিনি আরও বলেন, আমাদের দেশে অনেক ইতিবাচক খবর আছে। কিন্তু সেগুলো দেখছিনা। তিনি নেতিবাচক নিউজ পরিহার করে ইতিবাচক নিউজ পরিবেশনের আহ্বান জানান।
তিনি বলেন ‘ঘুম থেকে উঠেই পত্রিকার প্রথম পাতায় একটি নেতিবাচক খবর আমাদের/পাঠকের মনকে করে খারাপ করে দেয়। আর ইতিবাচক সংবাদ মানুষের মনকে করে প্রফুল্ল।
তিনি দুঃখ করে বলেন, ‘ভালো সংবাদ গুলো প্রকাশিত হয় পত্রিকার ভেতরের পাতায়, এক কোণে।’
তিনি বলেন, শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখান ও তা বাস্তবায়নও করেন। তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়নও করেছেন।
তিনি আরও বলেছেন, পদ্মা সেতু হবে, তা হয়েছে।মেট্রোরেলও হলো।কর্ণফুলি টানেলও হচ্ছে।
তিনি বলেন শেখ হাসিনা প্রজ্ঞাবান ও দূরদর্শিতাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। এটি হচ্ছে স্মার্ট শিক্ষা, স্মার্ট কৃষিকাজ, স্মার্ট গভারনেন্স, স্মার্ট অর্থনীতি ইত্যাদি সবকিছুই স্মার্ট হবে। যা সাধারণ মানুষের কল্যাণ করবে, মানুষের কাজে আসবে এবং এটা এদেশকে করবে সমৃদ্ধ বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দীন মিলন, বক্তব্য রাখেন সম্পাদক রিয়াদ ফেরদাউস, ২০২৩ সালের নবনির্বাচিত সভাপতি এ এইচ এম আহসানউল্লাহ ও নতুন সম্পাদক আল ইমরান শোভন প্রমুখ।
এ সময় মন্ত্রী অসুস্থ সাংবাদিকদেরকে চিকিৎসা বাবদ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডের ১০ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক জেলার সাংবাদিকদের হাতে তুলে দেন।
তিনি সবশেষে ২০২৩ সালে চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটির নতুন সভাপতি এ এইচ এম আহসানউল্লাহ ও সাধারন সম্পাদক আল ইমরান শোভনসহ নির্বাচিত সবাইকে অভিনন্দন জানান।