শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এবং পরিবর্তনশীল বিশ্বে ইতিবাচক অবদান রাখতে শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা দিয়ে সমৃদ্ধ দেশ গঠনের বাংলাদেশের লক্ষ্য অর্জনে আগা খান একাডেমি ঢাকা অবদান রাখতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন প্রধান প্রধান সুভিনা শুংলু।
তিনি বলেন, ' একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের অভিন্ন লক্ষ্যের জন্য এবং আমাদের জনগণের উন্নতির লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’
সম্প্রতি তার কার্যালয়ে ইউএনবিকে এসব কথা বলেন আগা খান একাডেমি ঢাকার নতুন প্রধান।
সুভিনা বলেন, একাডেমি এখন দ্বিতীয় শিক্ষাবর্ষে রয়েছে, এবং তার একটি স্বপ্ন রয়েছে। প্রতিষ্ঠানটি মানসম্পন্ন শিক্ষা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির সংস্কৃতির প্রচার করে।
তিনি বলেন, ‘এই স্বপ্ন আমাদের কাছে এসেছে এর প্রতিষ্ঠাতা আগা খানের কাছ থেকে। আমরা এখানে এসেছি এবং স্কুলটি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এখানে রয়েছে।’
তিনি আরও বলেন, একে অপরকে সম্মান করবে এমন প্রজন্ম গড়ে তোলা এই প্রতিষ্ঠানের স্বপ্ন এবং যারা বহুত্ববাদ ও ভিন্নমত গ্রহণ করবে এবং সর্বজনীন লক্ষ্যের জন্য একসঙ্গে কাজ করবে।
গত ৩০ বছর ধরে শিক্ষা ও স্কুল প্রশাসনে কাজ করা সুভিনা জানান, যুক্তরাষ্ট্র বা ইউরোপে তাদের একাডেমি না থাকলেও উন্নয়নশীল দেশগুলোতে এ ধরনের একাডেমি রয়েছে।
আফ্রিকা, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত আগা খান একাডেমির নেটওয়ার্কের মধ্যে চতুর্থ আগা খান একাডেমি ঢাকা।
আরও পড়ুন: বিভাগীয় শহরগুলোতে ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত