রিমান্ডপ্রাপ্ত দুই আসামি হলেন-বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অমিত সাহা ও তাবাখখারুল ইসলাম ওরফে তানভীর।
আসামি অমিত সাহা ও তানভীরকে আদালতে হাজির করে পুনরায় সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।
শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবু সাঈদ তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৮ অক্টোবর তানভীরকে এবং ১১ অক্টোবর অমিতকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।
তানভীরকে ৭ অক্টোবর তার আবাসিক হল থেকে এবং ১০ অক্টোবর অমিতকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) তার আবাসিক হলে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী।
এ ঘটনায় তার বাবা ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি পরে ডিবিতে স্থানান্তর করা হয়। মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ১৬ আসামিসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।