অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এই আদেশ দেন।
সংশ্লিষ্ট থানাকে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে পলাতক চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কি না তার প্রতিবেদন আদালতে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আবরার ফাহাদ হত্যায় জড়িত থাকার অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে (২১) বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করার ঘটনায় সরাসরি ১১ জন ও পরোক্ষভাবে ১৪ জন জড়িত থাকায় তাদের অভিযুক্ত করা হয়।
এফআইআরে উল্লেখ করা ১৯ জনের মধ্যে ১৬ জনকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও জিসান, তামিম ও মুরশেদ পলাতক রয়েছেন।
অনুসন্ধানে এ ঘটনায় অভিযুক্ত আরও ছয়জনের নাম পাওয়া যায়, যাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও মুস্তফা রাফি নামের একজন পলাতক রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আটজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকিরা এ ঘটনায় নিজেদের সম্পৃক্ত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে (২১) শের-ই-বাংলা হলে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা। গত ৬ অক্টোবর রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর রুমে নিয়ে নির্দয়ভাবে মারধর করেন তারা। পরে ৭ অক্টোবর ভোরে হলের সিঁড়ির কাছে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।