আরসার লজিস্টিক শাখার প্রধান রহমত উল্লাহসহ তিনজনকে আটক করেছে র্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ককটেল,বিস্ফোরক সদৃশ বস্তু,সামরিক বাহিনীর ন্যায় পোশাক ও বিভিন্ন রকম বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলাতলীর আদর্শ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ. এম সাজ্জাদ হোসেন।
আরও পড়ুন: ডিজিএফআই কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িত ২ আরসা কমান্ডার গ্রেপ্তার
সাজ্জাদ বলেন, রবিবার সকাল ৯টায় অভিযান চালিয়ে আরসার সদস্যদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৪.৯ কেজি বিস্ফোরক দ্রব্য, ১৫ পিস ককটেল, আইডি তৈরির সরঞ্জাম, ১.৫ কেজি মারকারি, একটি ওয়াকিটকি, ৫৩টি সার্কিট, ৯ বান্ডিল সামরিক বাহিনীর ন্যায় পোশাক তৈরির কাপড়, ৭০টি গেঞ্জি, ১২টি টুপি, ১৩০টি হ্যান্ড গ্লোভস, নগদ ২,২৯০ টাকা, দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ।
আটকরা হলেন- ক্যাম্প ৩ ব্লক এ/০২ এর হাফেজ রহমত উল্লাহ(৩৫), ক্যাম্প ৫ ব্লক ই/৬ মঞ্জুর আলম(২৩) ও একই ক্যাম্পে ব্লক বি/৪ নুরুল ইসলাম (২৫)।
তিনি আরও বলেন, আটকরা জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।