আর্জেন্টিনার সঙ্গে বহু-খাতীয় সম্পর্কের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির উপর জোর দিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কৌশলগত অগ্রাধিকার, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পরিমিত ফলাফল নির্ধারণের ওপর জোর দিয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য ব্লক মারকোসুরে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেতে বাংলাদেশের আগ্রহের বিষয়টিও তুলে ধরা হয়।
রাষ্ট্রদূত সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার জন্য আগামী বছরের শুরুতে ফরেন অফিস কনসালটেশন আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
তিনি বুয়েনোস আইরেসে বাংলাদেশের দূতাবাস পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান।
পররাষ্ট্র সচিব চেম্বার অব কমার্স ও ব্যবসায়িক সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ততা সহজতর করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের পূর্ণ সহায়তার বিষয়ে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন এবং রাষ্ট্রদূত মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
আরও পড়ুন: 'আমাদের ওপর আস্থা রাখুন, আমরা সাহায্য করতে প্রস্তুত': ইউনূসকে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত সেসা ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে যোগদানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাহসী উদ্যোগের প্রশংসা করেন।
ফুটবলের উন্মাদনা এরই মধ্যে দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে, বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে।
উভয় পক্ষই বাণিজ্য, কৃষি ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, নিয়ন্ত্রক ও নীতি কাঠামো, সক্ষমতা বৃদ্ধি, জাহাজ চলাচল ও যোগাযোগ, জ্বালানি, ক্রীড়া এবং শিক্ষার মতো ক্ষেত্রে আরও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ