নারায়ণগঞ্জের আড়াইহাজারে লেগুনা ও কাভার্ডভানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কের লেঙ্গুরদী এলাকায় এই দর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সদর পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রতন (৪২) ও ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্বকরদী গ্রামের বিল্লালের ছেলে দীন ইসলাম (৪৫)।
এদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান।
আরও পড়ুন: ফেনীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজিজুল হক হাওলাদার জানান, একটি লেগুনা প্রভাকরদী থেকে যাত্রী নামিয়ে আড়াইহাজার সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটির সামনে এসে পড়ে। একই সময় একটি অটোরিকশা, লেগুনা ও কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় লেগুনা চালক ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। অপরদিকে আহত দীন ইসলামকে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দুটি দাফনের জন্য তাদের পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পোস্তগোলায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২