ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
একই সঙ্গে কাউন্সিলকে ঘিরে যে কোনও নিরাপত্তা হুমকিকে প্রত্যাখ্যান করেছেন তিনি। ক্ষমতাসীন দলের কাউন্সিলে ‘এক লাখেরও বেশি নেতাকর্মী’ অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মাথায় রেখেই ওই এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
গোলাম ফারুক আরও বলেন, ‘অতীতে প্রধানমন্ত্রীর জীবন নাশের অনেক চেষ্টা থেকে তিনি বেঁচে গিয়েছেন। তাই আমরা এবার নিরাপত্তা ও সতর্কতা জোরদার করেছি।’
আরও পড়ুন: নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকার একটি আদালত থেকে ২০ নভেম্বর দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘তাদেরকে শিগগিরই গ্রেপ্তার করা হবে। আমরা ইতোমধ্যেই তাদের সহযোগীদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। বাকিদেরও আমরা শিগগিরই গ্রেপ্তার করব।’
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘দেশে এখন কোনো সন্ত্রাসী হুমকি নেই।’
আরও পড়ুন: আ.লীগের ২২তম জাতীয় কাউন্সিলে বিএনপি নেতাদের আমন্ত্রণ