দেশের এভিয়েশনের সঙ্গে ট্যুরিজমকে আকর্ষণীয করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ট্যুরিস্টদের জন্য ‘টিকেট কিনলেই হোটেল ফ্রি’র অফার দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বুধবার এয়ারলাইন্সটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশি পর্যটকদের আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে কক্সবাজার ও মালদ্বীপের রাজধানী মালেতে দু’টি রিটার্ণ টিকেট ক্রয় করলেই দুই রাতের জন্য হোটেল ফ্রির অফার রয়েছে।
আরও পড়ুন: যাত্রী রেখে ফ্লাইট, ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগ
‘টিকেট কিনলেই হোটেল ফ্রি’অফারটি আগামী ২ থেকে ৩০ জুন পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব যেকোনো সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ৩ থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়কালীন এ অফারে ভ্রমণ করা যাবে। এখানে উল্লেখ্য ৭ থেকে ১৭ জুলাই পর্যন্ত সময়ে অফারটি কার্যকর থাকবে না।
অফারটি দুজন প্রাপ্ত বয়স্ক পর্যটকের জন্য প্রযোজ্য হবে। প্রাপ্ত বয়স্ক পর্যটকের সঙ্গে পাঁচ বছরের নিচের সন্তানের জন্যও অফারটি গ্রহণযোগ্য হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত স্টান্ডার্ড হোটেলের জন্য অফারটি প্রযোজ্য হবে। এছাড়া হোটেলের সঙ্গে বুফে ব্রেকফাস্ট, এয়ারপোর্ট-হোটেল- এয়ারপোর্ট ট্রান্সফারও ফ্রি বলে বিজ্ঞতিতে উল্লেক করা হয়।
আরও পড়ুন: ইউএস বাংলার ঢাকা-দোহা ফ্লাইট পুনরায় শুরু হচ্ছে ৩১ আগস্ট
‘টিকেট কিনলেই হোটেল ফ্রি” অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সকল সেলস কাউন্টারে অথবা ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।