ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামহাল মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে জানান, জাপান থেকে ফেরার পথে ইউক্রেনের প্রধানমন্ত্রী রিফুয়েলিংয়ের জন্য রাত ৯টায় যাত্রাবিরতি করবেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নজরুল ইসলাম এবং মহাপরিচালক (ইই অ্যান্ড সিআইএস)।
গত ১৯ ফেব্রুয়ারি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ইউক্রেনের প্রধানমন্ত্রী একটি বৈঠক করেছেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পুনর্গঠনে জাপান-ইউক্রেন বৈঠকে যোগ দিতে তিনি জাপান সফর করছেন।
আরও পড়ুন: ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জার্মানি সফরকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪ এর ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেন।
বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের ফলাফল নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন, আমরা সব ধরনের যুদ্ধের বিরুদ্ধে। কীভাবে যুদ্ধ বন্ধ করা যায়, তা নিয়ে আজও তিনি আলোচনা করেছেন।’
আরও পড়ুন: ভাষা শহীদদের প্রতি ইইউ সদস্য দেশগুলোর দূতাবাসের শ্রদ্ধা