বিশ্ব ইজতেমার মুসল্লিদের ভোগান্তি কমাতে যান চলাচলের বিষয়ে কিছু নির্দেশনা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
চলমান বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে গাজীপুরের কয়েকটি সড়কে প্রায় ছয় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে।
শনিবার তুরাগ তীরে ইজতেমা স্থলে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমে এক প্রেস ব্রিফিংয়ে জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম এ তথ্য জানান।
রবিবার সকালে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিরা আখেরি মোনাজাতে (আখেরি মোনাজাতে) যোগদান করায় যান চলাচল পুনর্বিন্যাস করা হয়েছে।
তিনি বলেন, যৌক্তিক ট্রাফিক ব্যবস্থার অংশ হিসেবে শনিবার দুপুর ১২টা থেকে আখেরি মোনাজাত (রবিবার সকাল) পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, খামারপাড়া সড়ক, আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
জিএমপি কমিশনার জনগণকে যানজট এড়াতে বাইপাস সড়ক ব্যবহার করার অনুরোধ জানান।
শুক্রবার সকালে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।