বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র রোম- ঢাকা ফ্লাইট এর প্রচার-প্রচারণা উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) ইতালির নেপোলি শহরে সাংবাদিকদের সঙ্গে ‘মিট দ্যা প্রেস’ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের বিভিন্ন বিষয়ে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। প্রেসের সঙ্গে মতবিনিময় শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশ বিমানের দায়িত্ব অবহেলায় প্রবাসীর মৃত্যুতে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এমপি। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবে সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র পরিচালনা পর্ষদ সদস্যরা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীসহ নেপোলি শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র পক্ষ থেকে ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের যাত্রী বাড়ানো এবং প্রচারের জন্য উপস্থিত সকলের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়।
পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র জনসংযোগ বিভাগের পক্ষ থেকে নেপোলি শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মাঝে লিফলেট ও ব্রুশিয়ার বিতরণ করা হয়।
এসময়ে প্রবাসী বাংলাদেশিরা জানান, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র রোম ফ্লাইট চালু করাতে অত্যন্ত আনন্দিত।
আরও পড়ুন: বিমানের অগ্রগতিতে যারাই বাধা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: পর্যটনমন্ত্রী