ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) তার ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি) শাখার এক নেত্রী ও চার কর্মীকে বহিষ্কার করেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে একজন নবীন ছাত্রীকে নির্যাতন ও লাঞ্ছিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর বুধবার তাদের বহিষ্কার করা হয়।
দল থেকে বহিষ্কৃতরা হলেন- ইবি ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, কর্মী তাবাসসুম ইসলাম, ইসরাত জাহান মিম, হালিমা খাতুন উর্মি ও মোয়াবিয়া জাহান।
আজ বিকালে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ এনানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিধি-বিধান লঙ্ঘন, শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ।
ইবি শাখা ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটি ই-মেইলে তাদের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানোর দুদিন পর তারা এ সিদ্ধান্ত নেন।
সাদ্দাম হোসেন ইউএনবিকে বলেন, দলের বিধি-বিধান লঙ্ঘন করায় তারা পাঁচজনকে দল থেকে বহিষ্কার করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেশরত্ন শেখ হাসিনা হলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে অন্তরা ও তার সহযোগীরা নির্যাতন ও ভয়ভীতি দেখিয়েছিল।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন অভিযুক্তদের হল থেকে বহিষ্কার করেছে।