সিএনজি-বাস সংঘর্ষে উখিয়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী জহুরুল হক (৪৮) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরেক সহকর্মী আমিনুল হক মজুমদার ও ড্রাইভারসহ আরও ৪জন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলীয়া নামক স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল হক কুষ্টিয়া সদরের নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি উখিয়া উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। আহতদের উখিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
অন্যান্য আহতরা হলেন উখিয়া এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী আমিনুল হক মজুমদার (৪২), সিএনজি ড্রাইভার জাকির আলম(৫০), বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা মোহাম্মদ হাশিম (৩৯) ছেলে মো. রিয়াজ(১ বছর ৬ মাস), ও স্ত্রী নুর কায়েস (৩২)।
শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে উখিয়ামুখী একটি সিএনজির সঙ্গে কক্সবাজারমুখী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে এক সিএনজি যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
উখিয়া উপজেলা প্রকৌশলী মো. রোকনুজ্জামান খান সহকর্মীর লাশ গ্রহণ করে তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান।
আর পড়ুন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২