বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমেদ বলেছেন, সম্পদের প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় ব্যক্তি পর্যায়ে সামাজিক মূল্যবোধ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
শনিবার(৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিজনেস আই আয়োজিত 'ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ চ্যালেঞ্জ অ্যান্ড অপারচুনিটি' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খলীকুজ্জমান বলেন, 'দেশ অনেক এগিয়ে গেছে। অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। মানুষের আয় বেড়েছে; দারিদ্র্যের হার কমেছে। কিন্তু সেই হারে দেশে বৈষম্য কমেনি।’
আরও পড়ুন: ‘অনপ্যাসিভ’ এমএলএম কোম্পানির সঙ্গে লেনদেন নিষিদ্ধ করল বাংলাদেশ ব্যাংক
তিনি বলেন, এই বৈষম্য কমাতে হলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের ত্রিমুখী ক্ষমতার সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
বিশিষ্ট এই অর্থনীতিবিদ আরও বলেন, বঙ্গবন্ধু জনগণের উন্নয়নের জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। তিনি কৃষিনির্ভর জনগণের প্রতি মনোনিবেশ করেছিলেন। তিনি শিক্ষা থেকে শুরু করে সবকিছুতে মনোনিবেশ করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর পর সেটি আর টিকে নেই।
এই অর্থনীতিবিদ বলেন, ‘আমরা মানবকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে পুঁজিবাদী হওযার দিকে অগ্রসর হয়েছি। ২০০৯ সাল পর্যন্ত আমরা দারিদ্র্যের মধ্যে ছিলাম। এরপর ২০১৫ সালে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হই। তারপর থেকে দেশে অনেক উন্নয়ন হয়েছে।’
সাবেক প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশের রেমিট্যান্স বেড়েছে এবং বাংলাদেশ ৭২ বিলিয়ন ডলার থেকে ৪৬৫ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘দারিদ্র্য হ্রাস পেয়েছে; বেড়েছে শিক্ষার হার। দেশের দ্রুত প্রবৃদ্ধির কারণে বৈষম্য কিছুটা বেড়েছে। বৈষম্য কমাতে সরকার সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে।’
আরও পড়ুন: আইএমএফ ফর্মুলায় ঋণের দ্বিতীয় কিস্তির পর বাংলাদেশের রিজার্ভ ২০.২৫ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক
ড. আলম বলেন, 'দুর্নীতির কারণে আমরা বৈষম্য কমাতে পারিনি। এই বৈষম্য কমাতে হলে দুর্নীতি কমাতে হবে। একইভাবে করও ন্যায্যভাবে পরিশোধ করতে হবে। সরকার ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। সরকার ঋণখেলাপি ও বিল খেলাপি উভয়ের প্রতি কঠোর হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বিগত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে গত ১৫ বছরে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, '৯৮ শতাংশ তুলা আমদানি এবং শতভাগ পেট্রোকেমিক্যাল আমদানি করা হয়- তা সত্ত্বেও সুতি পোশাক রপ্তানির দিক থেকে বিশ্ববাজারে বাংলাদেশ দ্বিতীয় এবং ডেনিম ও নিটওয়্যারে এক নম্বরে রয়েছে।’
বিজিএমইএ সভাপতি বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পোশাক শিল্পের সঙ্গে জড়িত, যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির একটি উদাহরণ।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বিজনেস আই'র সম্পাদক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।
আরও পড়ুন: ১৫ বছরে বিভিন্ন কেলেঙ্কারিতে ব্যাংক থেকে ৯২ হাজার কোটিরও বেশি টাকা পাচার হয়েছে: সিপিডি