চলমান এইসএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকায় যানযট ও জনদুর্ভোগ এড়াতে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশ করানোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
শনিবার (২৮ জুন) এই নির্দেশনা জারি করা হয়।
এতে কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
তবে, পরীক্ষা কক্ষে প্রবেশ করানো সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
পড়ুন: এইসএসসি পরীক্ষা: বরিশালে এক শিক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি