মঙ্গলবার দুপুর থেকে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে পুলিশি পাহারায় রাখা হয়েছে।
রাজধানীর আদাবর থানার পরিদর্শক (অপারেশন) এবং মামলার তদন্ত কর্মকর্তা ফারুক মোল্লা জানান, গুরুতর অসুস্থতার কারণে মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ বর্তমানে নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: এএসপির মৃত্যু: হাসপাতালের ১০ কর্মীর ৭ দিনের রিমান্ড
সিনিয়র এএসপি আনিসুলকে সোমবার চিকিৎসার জন্য মাইন্ড এইড হাসপাতালে নেয়া হয়। ভর্তি করার পর হাসপাতালের কর্মীরা তার স্বজনদের জানান যে আনিসুল অজ্ঞান হয়ে গেছে।
পরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে সেখানে চিকিৎসক আনিসুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে মাইন্ড এইড হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ওই হাসপাতালের কর্মীরা আনিসুলকে শারীরিকভাবে মারধর করেছেন।
এ ঘটনায় সোমবার একটি মামলা দায়ের করা হলে মঙ্গলবার ওই হাসপাতালের ম্যানেজারসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন সেফ মো. মাসুদ, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, ফার্মাসিস্ট মো. তানভীর হাসান, ওয়ার্ডবয় মো. তানিম মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, মো. লিটন আহাম্মদ ও সাইফুল ইসলাম পলাশ।