জনপ্রিয় বাংলা টাইপিং সফটওয়্যার অভ্রের জন্য মর্যাদাপূর্ণ একুশে পদক প্রাপ্তিতে অভ্রের সহ-প্রতিষ্ঠাতা রিফাত নবীকে সম্মাননা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক। অনুষ্ঠানে রিফাত নবীকে একটি ল্যাপটপ কম্পিউটার উপহার দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে রিফাত নবী বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রোগ্রামিংয়ের প্রতি তার আগ্রহ বেড়েছে, যা তাকে অভ্র দলে যোগ দিতে অনুপ্রাণিত করেছে। তিনি নিজের আগ্রহের ক্ষেত্রে জ্ঞান এবং দক্ষতা অর্জনের গুরুত্বের উপর জোর দেন, যা ভবিষ্যতে মূল্যবান হতে পারে।
ড. ফরাসউদ্দিন রিফাতের অর্জনে গর্ব প্রকাশ করে বলেন, এটি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান বয়ে এনেছে। তিনি দলকে নিয়ে সম্মিলিতভাবে একুশে পদক গ্রহণে অভ্রর দল নেতা মেহেদী হাসানের নৈতিক সিদ্ধান্তের প্রশংসা করেন এবং সততার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. মাহিন ইসলাম ও প্রক্টর ড. আনিসুর রহমান। অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রিফাত নবীর অভিভাবক ও আত্মীয়-স্বজন, কোষাধ্যক্ষ, শিক্ষক, অ্যালামনাই সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।