এখন পর্যন্ত ৯টি দেশে বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে আবেদন করে মোট ১৭ হাজার ৩৬৭ প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের এনআইডি নিবন্ধন শাখার মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন তিনি।
‘এখন পর্যন্ত ৯টি দেশে দূতাবাসের মাধ্যমে মোট ৪৮ হাজার ৮০ প্রবাসী বাংলাদেশি ভোটারের জন্য আবেদন করেছেন… যার মধ্যে ১৭ হাজার ৩৬৭ প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন,’ বলেন এই ডিজি।
তিনি বলেন, নতুন ভোটারদের জন্য মোট ১১ হাজার ২৮৭ স্মার্ট কার্ডও ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
বর্তমানে এনআইডি নিবন্ধনের সেবা ৯টি দেশে ১৬টি বাংলাদেশ মিশনে প্রদান করা হচ্ছে—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডা। তবে নির্বাচন কমিশনের পরিকল্পনা রয়েছে ধাপে ধাপে এই সেবা ৪০টি দেশে সম্প্রসারণের।
এনআইডি সেবা খুব শিগগিরই আরও ৫টি দেশে চালু হবে—যুক্তরাষ্ট্র, ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্ডান এবং মালদ্বীপ, বলেন এনআইডি রেজিস্ট্রেশন উইং এর মহাপরিচালক।
২০১৯ সালের নভেম্বর মাসে তৎকালীন নির্বাচন কমিশন মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের পাইলট প্রকল্প শুরু করেছিল, কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে তা বাধাগ্রস্ত হয়। ২০২৩ সালের জুলাইয়ে এই কার্যক্রম পুনরায় শুরু হলেও ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর নতুন অচলাবস্থার সম্মুখীন হয়।
বর্তমান নির্বাচন কমিশন, যার নেতৃত্বে আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, প্রবাসী নিবন্ধনের সেবা পুনরায় শুরু করেছেন।