এপ্রিলের ২৯ দিনে ব্যাংকিং চ্যানেলে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০২৪ সালের এপ্রিলের তুলনায় ৩৬.৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৮৩ লাখ ডলার।
এপ্রিল মাস জুড়ে গড়ে প্রতিদিন ব্যাংকিং চ্যানেলে ৮ কোটি ডলারের ওপরে রেমিট্যান্স এসেছে। এরমধ্যে ২৯ এপ্রিল একদিনে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৪৬ লাখ ডলার।
দেশে রেকর্ড রেমিট্যান্স এলেও পায়নি আট ব্যাংক
২০২৪-২৫ অর্থবছরে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট ২৪৩৯ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে রেমিট্যান্সের এ পরিমাণ ছিল ১৮৯৮ কোটি ২৮ লাখ ডলার।
গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে ২৮.৫ শতাংশ।
রেমিট্যান্সের প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে দেশের মোট রিজার্ভের পরিমাণ।
বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বর্তমানে দেশের মোট রিজার্ভ ২৭ বিলিয়ন ডলারের ওপরে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ মানদণ্ডে রিজার্ভের পরিমাণ ২২ বিলিয়ন ডলার।