এই বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং এর সমমানের পরীক্ষার নতুন রুটিন রবিবার ঘোষণা করা হতে পারে।
রবিবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি এই বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।
দেশে বন্যা পরিস্থিতির কারণে গত ১৯ জুন থেকে সব শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
আরও পড়ুন: ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে
এর আগে, মহামারি করোনভাইরাসের কারণে এটি প্রায় চার মাস পিছিয়েছিল। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়।
গত ৬ জুলাই দীপু মনি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে।
তিনি বলেন, বই বিতরণ শেষ হলে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে একটু সময় দিতে হবে।
আরও পড়ুন: ভোলায় এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার
মন্ত্রী বলেন, বন্যা দুর্গত শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক হস্তান্তরের পরই সরকার স্থগিত এসএসসি পরীক্ষার আয়োজন করবে।