পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ টেকসই প্রবৃদ্ধি, সংহতি, শান্তি ও ন্যায়বিচারের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবে।
তিনি বাংলাদেশের দৃঢ় প্রত্যয়ের কথা তুলে ধরেন যে শান্তি ও অন্তর্ভুক্তিমূলক সমাজের এসডিজি-১৬ বিশ্বব্যাপী সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে যাতে সবার জন্য সুবিধা হয়।
শান্তি, ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তি বিষয়ে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ১৬ উন্নয়ন চিন্তাধারায় নতুন ভিত্তি তৈরি করেছে।
‘বাংলাদেশ এই লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বহুপাক্ষিক ব্যবস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী।’
আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনামূলক নীতি শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতি তুলে ধরে।
প্রতিমন্ত্রী আগামী প্রজন্মসহ সকলের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের নতুন নতুন সুযোগ তৈরি করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান; কেউ যেন বাদ না যায়।
বুধবার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ সাসটেইনেবিলিটি ডে ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।