এসসিবিএ ইফতার পার্টিতে হাতাহাতির ঘটনায় বিএনপিপন্থী ২৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা
ঢাকা, ১০ এপ্রিল(ইউএনবি)-গত ৬ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ইফতার মাহফিলে ধস্তাধস্তি ও ভাংচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছ।
রবিবার শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন এসসিবিএ প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান।
মামলায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজলসহ বিএনপিপন্থী ২৪ আইনজীবীর নাম উল্লেখ করে ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: তৈরি পোশাক শিল্পে জুলাই-ডিসেম্বরে ১৬% বেড়ে রপ্তানি ২৩ বিলিয়ন ডলার: বিজিএমইএ
মামলার এজাহারে বলা হয়, ২৪ জনসহ প্রায় ৫০/৬০ জন আইনজীবী ও বহিরাগত কয়েকজন হঠাৎ করে তারেক রহমান ও জামায়াতের নামে স্লোগান দেন।
পরে তারা ২ নম্বর হলে প্রবেশ করে তারপর ইফতার অনুষ্ঠানের ১ নম্বর হলে প্রবেশ করে যেখানে বৃহস্পতিবার এসসিবিএ আয়োজিত ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসামিরা সব ব্যানার ছিঁড়ে ফেলে, চেয়ার-টেবিল ভাঙচুর এবং বেশ কয়েকজন আইনজীবীকে আহত করে।
আরও পড়ুন: ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে হাইকমিশনের সহায়তা চায় বিজিএমইএ