টেকনাফে মেরিন ড্রাইভ রোডের পাশে বাহারছড়ায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বললেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি র্যাব।
টেকনাফের র্যাব-৭ এর ইনচার্জ মির্জা মাহতাব উদ্দিনের ভাষ্য, গোপন সূত্রে মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পেয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র্যাব-৭ এর একটি দল।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে র্যাব সদস্যরা ঘটনাস্থলে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
র্যাবের ওই কর্মকর্তার দাবি, ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দু’টি পিস্তল, দু’টি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে।
অপরদিকে মহেশখালীতে মাতারবাড়ি ব্রিজ এলাকায় বুধবার দিবাগত রাত ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবাস চন্দ্র ধর জানান, নিহত হেলাল উদ্দিন (৩৫) ওই উপজেলার খানসামিয়াজি পাড়ার জাকির হোসেনের ছেলে।
নিহত হেলালকে ‘সন্দেহভাজন ডাকাত’ দাবি করে ওসি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় ১২টি মামলা রয়েছে।