নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে। নির্বাচিত সংসদ না থাকায় সোমবার (২ জুন) টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বাজেট তুলে ধরেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিকাল তিনটায় পর্বধারণকৃত বাজেট বক্তৃতা বিটিভি ও বাংলাদেশ বেতারসহ সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়েছে। এবারের ব্যতিক্রমটি হলো পেশ করা প্রস্তাবিত বাজেটে যেসব শুল্ক-কর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। এর ফলে শুল্ককর কমলে দাম কমতে পারে কিছু পণ্যের। যদি শুল্ক-কর বৃদ্ধি করা হয় তাহলে তার প্রভাব বাজারে খুব দ্রুত পড়ে।
কিন্তু দাম কমানোর প্রভাব পড়তে একটু দেরি হয়। এবারের প্রস্তাবিত বাজেটে বেশকিছু নিত্যপণ্যের দাম কমতে পারে। পাশাপাশি কমতে পারে আমদানি করা কিছু পণ্যের দামও।
চিনি
প্রস্তাবিত বাজেটে পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি শুল্ক ৫০০ টাকা কমিয়ে চার হাজার টাকা করা হয়েছে। এর ফলে চিনির দাম কমানোর সুযোগ তৈরি হবে।
স্যানিটারি ন্যাপকিন
স্যানিটারি ন্যাপকিনের স্থানীয় ব্যবসায়ী পর্যায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে নারী স্বাস্থ্যসম্পর্কিত এই পণ্যটির দাম কমতে পারে। একইভাবে তরল দুধেও স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে এই পণ্যটিরও দাম তুলনামূলক কমানোর সুযোগ তৈরি হবে।
কলম
বলপয়েন্ট পেন বা কলমে স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়ায় বাজারে কমতে পারে দাম।
বিদেশি মাছ ও মাংস
সম্পূরক শুল্ক কমানোয় বিদেশি মাছ ও মাংসের দামও কমতে পারে। এসব মাছের মধ্যে রয়েছে স্যামন, টুনা ইত্যাদি মাছে।
আইসক্রিম
আইসক্রিমের ওপর বিগত কয়েক বছরের মধ্যে এবার কমানো হয়েছে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে আইসক্রিমের দাম কমার সম্ভাবনা রয়েছে। এর আগের বাজেটগুলোতে এই পণ্যটির উপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল।
কম্পিউটার মনিটর
কম্পিউটার মনিটরের উপর দেওয়া হয়েছে ভ্যাট অব্যাহতি। এতে ২২ ইঞ্চির বদলে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরে বা পর্দায় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি পাবেন। একইসঙ্গে ইন্টারেকটিভ মনিটর এ তালিকায় ঢোকানো হয়েছে। এবারের বাজেটের সিদ্ধান্তের ফলে একটু বড় আকারের মনিটর কিছুটা কম দামে পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
বাটার
বাটার আমদানি করার ক্ষেত্রে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আমদানি করা বাটারের দাম কিছুটা কমতে পারে।
বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র
সম্পূরক শুল্ক কমানো হয়েছে বিদেশি প্লাস্টিকের তৈজসপত্রের উপরও। এই পণ্যটিতে ৫ শতাংশ সম্পূরক শুল্ক কমানো হয়েছে।
বিদেশি পোশাক
এবারের বাজেটের ফলে বিভিন্ন বয়সী পুরুষ, নারী ও শিশুদের বিদেশি পোশাকের ওপর সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে। ফলে পোশাকের দামে কিছুটা সাশ্রয় হতে পারে ক্রেতাদের।
বিদেশি জুতা
ব্যবহার্য অনেক পণ্যের মধ্যে বিদেশি জুতা ও স্যান্ডেল আমদানিতে সম্পূরক শুল্ক কিছুটা কমানো হয়েছে। এর ফলে ক্রেতারা কিছুটা সাশ্রীয় দামে পণ্যগুলো সংগ্রহ করতে পারেন।
ব্যাংকে টাকা জমা
ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতির প্রস্তাব রয়েছে নতুন অর্থবছরের বাজেটে। ব্যাংক স্থিতি এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা। এর ফলে ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে খরচ কমতে পারে গ্রাহকদের।
এলএনজি
নতুন অর্থবছরের এই বাজেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস- এলএনজির আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতির প্রস্তাব রয়েছে। এর প্রভাবে কমতে পারে জ্বালানি পণ্যটির দাম।
পেট্রোলিয়ামজাত পণ্য
পেট্রোলিয়াম আমদানিতে শুল্ক-কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে নতুন অর্থবছরে। পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এমন প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে অপরিশোধিত এবং পরিশোধিত উভয় ধরনের পণ্যের এক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এসব পণ্যের ওপর থেকে ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাবও করা হয়েছে।
ক্যান্সারের ওষুধ
ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি ও ‘অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস’ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।
কোল্ড স্টোরেজ
নতুন অর্থবছরে কোল্ড স্টোরেজ স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা দিয়ে নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব পাস হলে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে কোল্ড স্টোরেজ ভাড়ার ক্ষেত্রেও।
কৃষি যন্ত্রপাতি
স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহ দিতে কম্বাইন্ড হারভেস্টার তৈরির যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।
বাস-মাইক্রোবাস, ই-বাইক
প্রস্তাবিত বাজেটে যানবাহন খাতে বেশ কিছু শুল্ক ও কর কমানোর প্রস্তাব এসেছে। এর ফলে টায়ার, বাস-মাইক্রোবাস, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি এবং ই-বাইকের দাম কমতে পারে।
১৬ থেকে ৪০ আসনের বাসের শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে। একই ধরনের প্রস্তাব রয়েছে ১০-১৫ আসনের মাইক্রোবাসের ক্ষেত্রেও।
এছাড়া সাধারণ ও আইসিইউ অ্যাম্বুলেন্সসহ হাইব্রিড ও ইলেক্ট্রিক গাড়ির ক্ষেত্রে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি দেওয়ার কথাও বলেছেন অর্থ উপদেষ্টা।
টায়ার
বিভিন্ন যানবাহনের টায়ার উৎপাদনের বিভিন্ন উপকরণের শুল্ক কমানোর প্রস্তাবও রয়েছে নতুন অর্থবছরে।