বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ১১ (১) ধারার ক্ষমতাবলে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর লোকজনকে কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।
লোকজনকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে অবশ্যই ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে পারবেন না।
এক এলাকা থেকে আরেক এলাকায় মানুষের যাতায়াত বন্ধ থাকবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ বাইরে আসতে পারবেন না।
এসব নিয়ম লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।
এদিকে, করোনাভাইরাসে দেশে নতুন করে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হওয়ায় বৃহস্পতিবার এ সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩৪১ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানান, মৃতদের মধ্যে পুরুষ সাত এবং নারী তিনজন। তাদের মধ্যে ঢাকায় রয়েছেন ছয়জন।