দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৩৫৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৩ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৪ হাজার ৬৪৪ জনে পৌঁছেছে। এনিয়ে গত এক সপ্তাহের তুলনায় শনাক্ত বেড়েছে ১৯১ দশমিক ৪ শতাংশ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ১২ দশমিক ০৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৫ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩০২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ছয় জন পুরুষ এবং ছয় জন নারী। এদের মধ্যে আটজন ঢাকা বিভাগে এবং একজন করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।
আরও পড়ুন: করোনাভাইরাস: সংক্রমণের রেড জোন ঢাকা-রাঙামাটি
ওমিক্রন
সব ধরনের ইনফ্লুয়েঞ্জা তথ্য প্রদানকারী বৈশ্বিক উদ্যোগ জিআইএসএডি- এর মতে, বাংলাদেশে করোনার ওমিক্রন ধরনে আক্রান্তের মোট সংখ্যা ৩০ এ পৌঁছেছে।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, দেশের মোট করোনার মৃত্যুর প্রায় ৪৩.৬৮ শতাংশ ঢাকা বিভাগ থেকে শনাক্ত হয়েছে।
বুধবার করোনা নিয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. রোবেদ আমিন একথা বলেন।
এদিকে, করোনায় মৃত্যুর ২০ শতাংশ নিয়ে চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় অবস্থানে রয়েছে যেখানে খুলনায় ১২ দশমিক ৮৮ শতাংশ, রাজশাহী ৭ দশমিক ৩৫ শতাংশ, বরিশালে ৩ দশমিক ৩৮ শতাংশ এবং ময়মনসিংহে সর্বনিম্ন দশমিক ০২ শতাংশ মৃত্যুর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: চার-পাঁচদিনের মধ্যেই হাসপাতালগুলো করোনা রোগীতে পূর্ণ হতে শুরু করবে: স্বাস্থ্যমন্ত্রী
এদিকে, দুই জেলায় করোনা সংক্রমণের উল্লেখ্যযোগ্য বৃদ্ধির কারণে স্বাস্থ্য কর্তৃপক্ষ ঢাকা ও রাঙামাটিকে ‘রেড জোন’হিসেবে চিহ্নিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা এবং রাঙ্গামাটিতে সংক্রমণের হার ১০-১৯ শতাংশ।
এছাড়া যশোরসহ ছয়টি জেলাকে ‘ইয়েলো জোন’ বা ‘মধ্য পর্যায়ের ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই জেলাগুলিতে সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে বলে অধিদপ্তর জানিয়েছে।
অন্যদিকে, ৫৪টি জেলাকে 'গ্রিন জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম।
আরও পড়ুন: করোনা টিকার বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে মডার্না