দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ছয় চীনা শ্রমিকসহ আরও ১৬ জন শ্রমিকের করোনা পজিটিভ হওয়ায় খনি থেকে কয়লা উত্তোলন আরও ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার এসব তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
৫০ চীনা শ্রমিকসহ ৯০ জন শ্রমিকের করোনা পজিটিভ হলে শনিবার রাষ্ট্রীয় মালিকানাধীন এই খনি থেকে প্রথম কয়লা উত্তোলন স্থগিত করা হয়।
খনির ব্যবস্থাপক সাইফুল ইসলাম সরকার জানান, খনির আক্রান্ত না হওয়া অন্য শ্রমিকদের সুরক্ষার জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, এই ভাইরাসের কারণে ৪৫০ জন বাংলাদেশি ও ৩০০ জন চীনা শ্রমিককে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ যথাক্রমে ১৩০৬ ফেজ ও ১০৪১ ফেজে কয়লা উত্তোলন স্থগিত করে। তবে ১৫ দিন পর কয়লা উত্তোলন আবার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
সাইফুল বলেন, ১৩০৬ ফেজ থেকে কয়লা উত্তোলন পরীক্ষামূলক ভিত্তিতে ২৬ জুলাই শুরু হয় এবং শুক্রবার পর্যন্ত চলে। ‘আমরা পাঁচ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করতে সক্ষম হয়েছি।’
তবে ৪০ হাজার মেট্রিক টন কয়লার মজুত রয়েছে যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে বলে জানান তিনি।