বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শাহিনুর রহমান এ আদেশ দেন।
এর আগে কদমতলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয় বলে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শেখ রকিবুল হাসান জানিয়েছেন।
মামলার অভিযোগে জানা যায়, গত ২৯ মার্চ সিআইডির সাইবার মনিটরিং টিম একটি বিভ্রান্তিকর পোস্ট শনাক্ত করে। জনৈক তথ্যদাতা পুলিশের পেজে একটি ফেসবুক লিংক শেয়ার করেন। সেখানে ভাইরাল হওয়া একটি পোস্টে লেখা হয় যে শনির আখড়া ও সাইনবোর্ড এলাকায় ২৭ জন করোনাভাইরাসে মারা গেছেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নাইমকে গ্রেপ্তার এবং বুধবার তার বিরুদ্ধে কদমতলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।
জিজ্ঞাসাবাদে নাইম জানায়, তিনি মারধরের প্রতিশোধ নিতে গত ২৩ মার্চ তার এক সময়ের এক বন্ধুর ফেসবুক আইডি হ্যাক করেন। পরে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ২৯ মার্চ সেখানে বিভ্রান্তিকর পোস্টটি দেন। তিনি এখানেই থামে থাকেননি। অন্য একটি ফেইক আইডি তৈরি করে সেটা দিয়ে সাইবার পুলিশের পেজে পোস্টটি সম্পর্কে তথ্যও দেন, যাতে আইডির আসল মালিক গ্রেপ্তার হয়।
পুলিশ জানায়, নাইমের মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়েছে। তিনি একজন হ্যাকার। টাকার বিনিময়ে এর আগেও তিনি ফেসবুক আইডি হ্যাকিংয়ের কাজ করেছেন। তার ডিভাইস থেকে ইতোমধ্যে অপরাধের বিভিন্ন তথ্য পাওয়া গেছে।