দেশে করোনাভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত দেশের সবচেয়ে বেশি আক্রান্ত জেলা নারায়ণগঞ্জ। আর সেই জেলাতেই প্রশাসনকে ফাঁকি দিয়ে বাজার-ঘাটে মানুষের স্বাভাবিক উপস্থিতি।
নারায়ণগঞ্জ ৩নং মাছ ঘাট জেলার মধ্যে অন্যতম বৃহত্তম একটি মাছের বাজার। জেলার বিভিন্ন থানা থেকে ক্রেতারা মাছ কিনতে আসেন এ বাজারে। সরেজমিনে মঙ্গলবার বাজারটিতে স্বাভাবিক সময়ের মতো মানুষের ভীড় দেখতে পাওয়া যায়।
বাজারটি শহরের প্রানকেন্দ্র কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পাশে বিআইডব্লিউটিএ ওয়ার্কার্স ইউনিয়নের অফিসের সামনের রাস্তা থেকে শুরু করে ৫নং ঘাট এলাকা পর্যন্ত বিস্তৃত। যদিও মূল বাজারটি হচ্ছে শুধুমাত্র ৩নং মাছ ঘাট এলাকাটি।
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কোনো টিকা না থাকায় প্রাণঘাতি ভাইরাসটির সংক্রমণরোধে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হলেও অনেকেই তা মানছে না।
যদিও কর্তৃপক্ষ বার বার বলে আসছে, জনগণের সচেতনতা বৃদ্ধি ছাড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানো সম্ভব না।