করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ডের পরদিন আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত দেশে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড। এর আগে গত ৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
এনিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জনে।
আরও পড়ুন: এইচএসসির ফরম পূরণ স্থগিত
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে।
আরও পড়ুন: সোমবার থেকে গণপরিবহন বন্ধ, শুধু রিকশা চলবে
এর আগে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় রেকর্ড ১১৯ জনের মৃত্যু হয়েছে, যা এ পর্যন্ত দেশে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। এছাড়া ৫ হাজার ২৬৮ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। শনাক্তের হার ২৩.৮৬ শতাংশ। মৃতদের মধ্যে ৬৮ জন পুরুষ এবং ৩৬ জন নারী।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন। সুস্থতার হার ৯০.০৬ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
‘কঠোর লকডাউনে’ মুভমেন্ট পাশ থাকবে না: মন্ত্রিপরিষদ সচিব
দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশকে টহলে রেখে কঠোর লকডাউন পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ‘এবার কোনো মুভমেন্ট পাশ থাকবে না। জরুরি সেবা ছাড়া কেউ বাইরে যেতে পারবে না।’
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ১২০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এই সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, লকডাউন সংক্রান্ত সরকারের আদেশের বিস্তারিত জানাতে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি হতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ১ থেকে ৭ জুলাই পর্যন্ত খুব কঠোর অবস্থানে যাচ্ছি।’
তবে যারা জরুরি সেবায় যুক্ত তারা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে সচিব জানান।