এক গোলটেবিল বৈঠকে বুধবার বক্তারা বলেছেন, কর্মক্ষম মানবসম্পদ, খাদ্য উৎপাদন ও ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তবে জ্বালানি অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি প্রচলিত ও নবায়নযোগ্য (জ্বালানির) বৈচিত্র্যপূর্ণ নীতির ওপর জোর দিয়েছেন।
তারা বলছেন, এসব সুবিধা থাকা সত্ত্বেও টেকসই নীতির অভাবে দেশ নিজস্ব জ্বালানি অনুসন্ধানে গত দেড় দশকে পিছিয়ে পড়েছে।
রাজধানীর একটি হোটেলে কসমস ফাউন্ডেশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) যৌথ আয়োজনে ‘এ ওয়ার্ল্ড ইন টার্মায়েল: দ্য ফলআউট ফ্রম দ্য ইউক্রেন কনফ্লিক্ট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিষয়টি তুলে ধরেন বিশেষজ্ঞরা।
কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান ও বিআইপিএসএসের সভাপতি মেজর জেনারেল (অব.) এএনএম মুনিরুজ্জামান এই আলোচনা সঞ্চালনা করেন।
এতে আলোচক হিসেবে সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা তারিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসি বক্তব্য দেন।
আরও পড়ুন: আইএমএফের কাছে ঋণ চাইলেও অর্থনীতির অবস্থা খারাপ নয়: অর্থমন্ত্রী