রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ও কাতারের মধ্যেকার প্রথম ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মোরাইখিম সভায় নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শাহরিয়ার আলম জানান, সাড়ে ৩ লাখ বাংলাদেশি কাতারে কাজ করছেন এবং ফিফা বিশ্বকাপ সামনে রেখে তাদের আরও কর্মী দরকার। ‘সেখানে মানুষ পাঠানোর জন্য আমরা নতুন ক্ষেত্র সন্ধান করছি।’
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যাপকভাবে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।
সভায় দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের বিষয়টি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টসহ বিভিন্ন উপায়ে আরও বিনিয়োগ আকৃষ্ট করতে একটি ব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করেন।
সেই সাথে তিনি সামনের মাসগুলোতে দ্বৈত কর পরিহারসহ দুদেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়া নিয়ে কথা বলেন।
দুদেশ জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক ফোরামগুলোতে সহযোগিতা নিয়েও আলোচনা করে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ উভয় পক্ষের সিনিয়র কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।