ফিফা বিশ্বকাপ
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব: বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ
ফিফা বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের গ্রুপ-১ এর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিযান শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মেলবোর্নে মুখোমুখি হবে দল দুটি।
এদিন ৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেলবোর্ন আয়তক্ষেত্রাকার স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ২৭তম র্যাঙ্কিংয়ে থাকা অস্ট্রেলিয়া ও ১৮৩তম র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশের মধ্যকার লড়াই।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরে কাতারে অনুষ্ঠিত গত ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ
২০১৫ সালের পর এটি হবে দুই দলের মধ্যে তৃতীয় ম্যাচ। বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে ২০১৫ সালে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
পার্থে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ০-৫ গোলে পরাজিত হয় বাংলাদেশ এবং ঢাকায় ঘরের মাঠে তাদের বিপক্ষে ০-৪ গোলে হেরে যায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়া থেকে ফেরার পর পরই ২১ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
তবে আগামী বছর ‘আই’ গ্রুপের বাকি চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে, ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ, ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ এবং ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।
বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ প্রধান কোচ হাভিয়ের ক্যাব্রেরা বলেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে আমরা আমাদের লড়াইয়ের চেতনা নিয়ে ভালো ফুটবল খেলতে চাই।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন হবে, তবে আমরা ম্যাচে আমাদের সেরাটা দিতে প্রস্তুত।’
অস্ট্রেলিয়ার প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড বাংলাদেশ দলকে ভালো ও শক্তিশালী দল আখ্যায়িত করে বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা (বৃহস্পতিবারের) ম্যাচ জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে এগিয়ে যেতে চাই।’
গত শনিবার মেলবোর্নে পৌঁছানো বাংলাদেশ দল দীর্ঘ যাত্রার পর খেলোয়াড়দের ফিট করতে প্রথম দিনেই (রবিবার) শুধু জিম ও রিকভারি সেশন করেছে।
আগামী দুই দিন মেলবোর্নের ইয়ারাভিল গ্রোরি ফুটবল ক্লাব মাঠে স্থানীয় ঠান্ডা ও ঝড়ো আবহাওয়ার মধ্যে অনুশীলন শুরু করে বাংলাদেশ।
তবে বুধবার সন্ধ্যায় একই ভেন্যুতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শেষে এএএমআই পার্কে নিজেদের শেষ অনুশীলন শুরু করে বাংলাদেশ।
ফিফা বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বের গ্রুপ-১ -এর প্রথম রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনকে হারিয়ে ছয় ম্যাচের হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিস ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড-
গোলরক্ষক-
মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার-
বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারেক রায়হান কাজী, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন ও সাদ উদ্দিন।
মিডফিল্ডার-
সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া ও জায়েদ আহমেদ।
ফরোয়ার্ড-
রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
আরও পড়ুন: এএফসি কাপ: অবশেষে কলকাতার উদ্দেশে রওনা দিলো বসুন্ধরা কিংস
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এখন ঢাকায়
১ বছর আগে
ফিফা বিশ্বকাপ: বাহুবলে প্রতিপক্ষের হামলায় আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত
হবিগঞ্জের বাহুবলে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার জেরে প্রতিপক্ষের হামলায় এক আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত শাহ মো. আব্দুস সহিদ (৫৫) ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ব্রাজিল দল ক্রোয়েশিয়ার কাছে হেরে গেলে আর্জেন্টিনা সমর্থকরা আদিত্যপুর গ্রামে আনন্দ মিছিল বের করে।
আরও পড়ুন: হবিগঞ্জে শিক্ষা কর্মকর্তার দীর্ঘ বক্তৃতা, ১৮ ছাত্রী অসুস্থ
মিছিল চলাকালীন সময় আব্দুস সহিদের ছেলে আর্জেন্টিনা সমর্থক শাহ মো. রোকন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে হাওর থেকে ফেরার পথে আর্জেন্টিনা সমর্থক রোকনের বাবা আব্দুস সহিদকে একা পেয়ে টেনু মিয়ার লোকজন অতর্কিত হামলা চালায়।
হামলার এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন তিনি। তাৎক্ষণিক উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, শুক্রবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সকালে আব্দুস সহিদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সহিদ মারা যান।
ঘটনার সঙ্গে জড়িতের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
২ বছর আগে
ফিফা বিশ্বকাপ: ভোলায় নুডুলস পার্টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
ভোলার সদর উপজেলায় ফিফা বিশ্বকাপ খেলা উপলক্ষে নুডুলস পার্টির আয়োজন নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. হৃদয় (২১) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেওয়াখালী গ্রামে তাদের গ্রেপ্তার করা হয়।
আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হৃদয় উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেওয়াখালী গ্রামের মো. ইব্রাহীমের ছেলে। এ ঘটনায় পুলিশ বুধবার সকালে দুই জনকে আটক করেছে।
আরও পড়ুন: বন্ধুর হবু স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মসজিদের ইমামসহ গ্রেপ্তার ৩
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় ওই গ্রামের রুবেলের দোকান এলাকায় ৩০ টাকা করে চাঁদা তুলে নুডুলস পার্টির আয়োজন করেন তালহা, আসিক, হৃদয় ও রুবেল নামে কয়েকজন যুবক। এতে অংশ নেয় ওই এলাকার আকবর, ইয়ামিন, মহিউদ্দিন, নয়ন, সাহাবুউদ্দিন ও অলি নামে কয়েকজন যুবক। এ সময় নুডুলস রান্নার জন্য লাকরি আনা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়ভাবে সমাধানের কথা থাকলেও তা না হওয়ায় মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হয়। এদের মধ্যে হৃদয় নামে এক যুবককে গুরুতর অবস্থায় একটি পুকুরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ভোরের দিকে তার মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে মো. নয়ন (১৭), আব্দুল্লাহ (২৪), মহিউদ্দিন (২৩), লিটন (২২), সাহাবুদ্দিন (২০), মো. আশিক (২০) ও তালহা (২০) কে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। আমরা এ পর্যন্ত দুই জনকে আটক করেছি। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬
চট্টগ্রামে পিবিআই’র মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখালো আদালত
২ বছর আগে
ফুটবল: দোহায় বাংলাদেশ দলে করোনার হানা
ফিফা বিশ্বকাপ-২০২২ এবং এশিয়া কাপ-২০২৩-এর বাছাইপর্বের ম্যাচ খেলতে উপসাগরীয় রাষ্ট্র কাতার সফররত জাতীয় ফুটবল দলের মোহাম্মদ আমের খান (টিম ম্যানেজার) ও ফুয়াদ হাসান (টিম ফিজিওথেরাপিস্ট) করোনায় আক্রান্ত হয়েছেন।
৪ বছর আগে
কাতার গেল বাংলাদেশ ফুটবল দল
স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন এবং ডিফেন্ডার মনজুরুর রহমান মানিককে ছাড়াই ফিফা বিশ্বকাপ-২০২২ এবং এশিয়া কাপ-২০২৩-এর বাছাইপর্বের ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দল বৃহস্পতিবার সকালে কাতারের উদ্দেশে রওনা দিয়েছে।
৪ বছর আগে
কাতারের সাথে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ার দিকে নজর বাংলাদেশের
বাংলাদেশ ও কাতারের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার এবং কাতারে ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ সামনে রেখে সেখানে অধিক কর্মী পাঠানোর উপায় নিয়ে সোমবার দুদেশ আলোচনা করেছে।
৪ বছর আগে