গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি ইউনিটে অসুস্থ জনিত কারণে সোমবার সকালে দুই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নামা মহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৬২) ও মাদারীপুরের শিবপুর থানার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন ব্যাপারী (৪২)।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার আব্দুল জলিল জানান, মৃত আবু বক্কর সিদ্দিক মুক্তাগাছা থানায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে এই কারাগারে অন্তরীন ছিলেন।
তিনি জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে আবু বক্কর সিদ্দিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অপরদিকে, বন্দি খোকন ব্যাপারী রমনা থানায় দায়ের করা মাদক মামলাসহ ৫টি মামলায় এই কারাগারে বন্দি ছিলেন। তাকে ২০১৫ সালের ১০ মার্চ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১ থেকে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। খোকন ব্যাপারী সকালে হঠাৎ অসুস্থবোধ করেন। প্রথমে কারা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা খোকন ব্যাপারীকে মৃত ঘোষণা করেন।