কুমিল্লার হোমনায় জজ মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। একই মামলায় অপর দুই আসামিকে বেকুসুর খালাস দেওয়া হয়।
সোমবার বিকাল ৩টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রোজিনা খান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজাদ মিয়া (৩৫) কুমিল্লা জেলার হোমনা পৌরসভার সরদার বাড়ির বাহাদুর মিয়ার ছেলে।
এই মামলায় অপর খালাসপ্রাপ্ত দুই আসামি সালাউদ্দিন (২৮) ও নাসির উদ্দীনকে (২২) অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছে আদালত। তারা উভয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজাদ মিয়ার আপন ভাই।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ মে সন্ধ্যায় জজ মিয়া বিদ্যুৎ না থাকায় ও প্রচণ্ড গরমের কারণে বাড়ির পাশে পৌর নতুন বাসস্ট্যান্ডের খোলা মাঠে বসে মোবারক মিয়াসহ গল্প করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা আকস্মিকভাবে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারে এবং একপর্যায়ে ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। এতে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
এই ঘটনায় নিহতের ভাই আনোয়ার আলী তিনজনকে আসামি করে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ এদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আজাদ মিয়াসহ অপর দুই আসামিও আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মো. নুরুল ইসলাম।
আরও পড়ুন: জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন