বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে প্রাণ গেল ইয়াফি আবরার অনিক(১৭) নামে এক কিশোরের। এসময় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী বন্ধু আব্দুল মান্নান(১৮)।
বৃহস্পতিবার(৫ অক্টোবর) ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইয়াফি আবরার অনিক উপজেলার ৯ নম্বর গুনাইঘর গ্রামের মো. শাহ জালাল কবিরাজের ছোট ছেলে। অনিক কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
দুর্ঘটনায় আহত মান্নান জানান, তাদের এক বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান বারেরার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অনিক ও তিনি মোটরসাইকেলটি নিয়ে ভিড়াল্লা হয়ে রওনা হন। ভিড়াল্লা রাস্তা থেকে মহাসড়ক হয়ে দেবীদ্বার আসার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেল থেকে অনিক ছিটকে পড়েন সড়কের উপর। এসময় সিলেট থেকে কুমিল্লামুখী একটি মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান অনিক।
আরও পড়ুন: গভীর সমুদ্রে দুর্ঘটনা কবলিত লাইটার জাহাজ থেকে ১৪ নাবিক উদ্ধার
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আফসার বৃহস্পতিবার বিকালে জানান, এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। থানা পুলিশের পক্ষ থেকেও কেউ জানানো হয়নি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি বিকালে এক সাংবাদিক ফোনে জানিয়েছিলেন। যেহেতু ঘটনাটি হাইওয়েতে, সেহেতু বিষয়টি হাইওয়ে পুলিশেরই ব্যবস্থা নেওয়ার কথা।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত