নোয়াখালী ও কুমিল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সন্দেহভাজন তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আটিয়াকান্দি ব্যাপারিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম শিবলুকে গ্রেপ্তার করে এটিইউর একটি বিশেষ দল।
এটিইউ-এর এসপি (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এই তথ্য জানিয়েছেন।
আটক শিবলু (২০) ওই গ্রামের শহিদুল্লাহর ছেলে।
পরে শিবলুর দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোররাতে এটিইউ টিম কুমিল্লার লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে আরও দু’জনকে আটক করে।
আটকরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার চানপুর নতুনবাড়ি এলাকার হারুনুর রশিদের ছেলে জাহিদুর রহমান জাহিদ(২৮) ও লাকসাম উপজেলার ডিমাতলী গ্রামের মনতাজ উদ্দিন ভূইয়ার ছেলে শাহাদাত হোসেন (২৫)।
আরও পড়ুন: রাজধানীতে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার
তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন সেট, দশটি সিমকার্ড ও জঙ্গিবাদ সংক্রান্ত সাতটি বই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, আটকরা অনলাইনে চরমপন্থা নিয়ে অপপ্রচারে জড়িত ছিল।
তিনি আরও বলেন, ‘তারা নাশকতামূলক কার্যকলাপের পরিকল্পনা এবং চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ কয়েকটি গ্রুপ খুলে চ্যাট করত।’
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসপি আসলাম খান।