প্রত্মতত্ত্বের লীলাভূমি লালমাই পাহাড়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বসেছে আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব সম্মেলন। শুক্রবার (১৬ মে) এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কুবি প্রত্নতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ ইতিহাস সমিতি এই সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে জার্মান, ভারতসহ দেশের প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ও নবীন গবেষকরা অংশগ্রহণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কুবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ও বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরমা জাকারিয়া চৌধুরী।
আরও পড়ুন: ভূমিকম্পে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ হলের দেয়ালে ফাটল
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ড. অনিল কুমার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.আবুল কাশেম। সম্মেলনের আহ্বায়ক ছিলেন কুবি প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মাধ্যমে লালমাই ময়নামতি অঞ্চলের ঘুমন্ত সভ্যতা নিয়ে বিশদ আলোচনা হবে। এতে এই অঞ্চলের সমৃদ্ধ অতীত বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা হতে পারে।
কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, প্রত্মতত্ত্ব কেবলমাত্র অতীতের উপাত্ত সংগ্রহের একটি পন্থা নয়, বরং এটি আমাদের সভ্যতার ইতিহাস, সংস্কৃতি এবং সামাজিক বিকাশের এক অমূল্য দৃষ্টান্ত।
বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কাশেম বলেন, আমার কাছে মনে হয়, ইতিহাস চর্চার ক্ষেত্রে কষ্টিপাথরে যাচাই করা জ্ঞান সৃষ্টি করে প্রত্নতত্ত্ব। ইতিহাসকে বিভিন্ন লেয়ারে ভাগ করি, প্রাচীন, মধ্য, আধুনিক, তাহলে ফাউন্ডেশন লেয়ারে আমরা প্রত্নতত্ত্বকে পাব।
উল্লেখ্য, সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষক, প্রত্ন-গবেষক ও শিক্ষার্থীদের শতাধিক প্রবন্ধ উপস্থাপিত হবে। এছাড়া সম্মেলন স্থলের পাশে বিভিন্ন গবেষণাগ্রন্থ ও দেশি বিদেশি প্রাচীন মুদ্রা প্রদর্শন করা হয়।