কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় রাজিয়া খাতুন সুমি (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত রাজিয়া খাতুন সুমি ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
আরও পড়ুন: ঢাবি হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মৃত. বাদশা প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহতের স্বামী রকিব আলী জানান, রাতে ঘরে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। এমন সময় সুমির মোবাইল ফোনে একটি কল আসে। সে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
আরও পড়ুন: কুড়িগ্রামে নদীতে ডুবে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে তার বিবস্ত্র লাশ ভাসতে দেখি। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে লাশটি পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে গৃহবধূ রাজিয়া খাতুন সুমির ভাসমান লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামের এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান ওসি।