কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ আর্মিতে নিয়োগ পান।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে সিয়েরা লিওন, আইভোরি কোস্ট ও ডি আর কঙ্গোতে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স অব ডিফেন্স এবং মাস্টার্স অব স্ট্রাটিজিক স্টাডিজ সম্পন্ন করেন।