কেরাণীগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম রাসেল।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কালিগঞ্জ তেলঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, কেরাণীগঞ্জ থানা স্বেছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবতাব উদ্দিন রাব্বির সঙ্গে তর্ক করায় দলবল মিলে মঙ্গলবার রাতে রাসেলকে তুলে নিয়ে যায়। পরে নিজ অফিসে রাসেলকে নির্যাতন ও পিটিয়ে গুরুতর আহত করে।
আরও পড়ুন: বাঘায় স্ত্রীর ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
মুমূর্ষু অবস্থায় রাসেলের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে একদিন পর বুধবার(১০ জানুয়ারি) রাসেলের মৃত্যু হয়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সুমন হত্যার ঘটনা স্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনায় রাব্বিসহ ২৫ জনের বিরুদ্ধে বুধবার রাতে হত্যা মামলা রুজু করা হয়েছে। রাব্বিকে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: গাজীপুরে নারীকে হত্যা, লাশ পড়ে ছিল রাস্তায়
তবে মামলার বাদী ও নিহতের পিতা তোফাজ্জল হাওলাদার অভিযোগ করেন, হত্যার ঘটনায় রাব্বিসহ তার আট বন্ধু জড়িত ছিল। পুলিশ মামলাটি দুর্বল করার জন্য ২৫ জনকে আসামি দেখিয়েছে।
তার দাবি দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ মামলাটি তদন্ত করলে তিনি ন্যায় বিচার পাবেন না। মামলাটি তদন্ত করার জন্য পিবিআই অথবা সিআইডি পুলিশের মাধ্যেমে দ্রুত বিচার আইনে তদন্ত করার জন্য পুলিশ সুপারসহ স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ। নিহতের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন