জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সন্দেহে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের ফটকের সামনে থেকে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’ থাকায় ক্যাম্পাসের সামনে আগে থেকেই পুলিশের কড়া অবস্থান ছিল। সকাল থেকে সেখানে মানুষজন জড়ো হলেই সরিয়ে দিচ্ছিল পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ
পরে দুপুর সাড়ে ১২টার দিকে জবির ফটকের সামনে থেকে প্রথমে একজন ও পরে আরও দুই শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে যায় পুলিশ।
আটক শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সায়েন্সের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মো. অপূর্ব কর্মকার ও তার সহপাঠী খন্দকার জালাল এবং সমাজকর্ম বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ছাব্বির।
শিক্ষার্থীদের আটকের বিষয়টি স্বীকার করে কোতোয়ালি থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাতবর জানান, ‘ক্যাম্পাস বন্ধ থাকার পরও তারা ক্যাম্পাসের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের মোবাইলে আন্দোলনের ছবি পাওয়া গেছে। যাচাইবাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি থানায় কথা বলেছি। মুচলেকা নিয়ে পুলিশ তাদের ছেড়ে দেবে। এ বিষয়ে সহকারী প্রক্টরকে থানায় পাঠানো হয়েছে।’
আরও পড়ুন : শাটডাউনে অচল রাজধানী: পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ