কোটা সংস্কারের দাবিতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঘটনাস্থল থেকে সংবাদদাতা জানান, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: কোটা সংস্কার: শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
এসময় আমচত্বর-বেলপুকুর সড়ক ব্যবহার না করে বিমান চত্বর সড়ক দিয়ে অনেক যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য স্থানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার শাস্তির দাবিতে কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: রাজধানীর প্রধান সড়কগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ