পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘উন্নত চিকিৎসার জন্য’ কোনো দেশ বন্দিদের বিদেশে পাঠানোর কোনো তথ্য তার কাছে নেই।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে রবিবার (২০ আগস্ট)সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: মাউই দাবানলে প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি পররাষ্ট্রমন্ত্রীর
সংবাদ সম্মেলনে মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা দেশে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছি।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাংবাবিদকে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কোনো দেশ কি বন্দিদের চিকিৎসার জন্য বিদেশে পাঠায়? আমি জানি না কোনো দেশ তাদের বন্দিদের ‘ভালো’ চিকিৎসার জন্য বিদেশে পাঠায় কি না। যদি কোনো দেশ করে, আমাদের জানান। এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ার উন্নয়ন মডেলের প্রশংসা পররাষ্ট্রমন্ত্রী মোমেনের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।