বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্র বা রাশিয়া কী বলছে সে বিষয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ সম্পর্কে রাশিয়ার সাম্প্রতিক মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা কোনো সমস্যায় জড়াতে চাই না।’
ড. মোমেন বলেন, বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখেছে এবং আগামী বছরের ৭ জানুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘এছাড়া আমি আর কিছু জানি না।'
একজন প্রতিবেদক রাশিয়ার সর্বশেষ মন্তব্যের কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: আগামীকাল কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
যেখানে রাশিয়া বলেছে, ‘‘জনগণের ইচ্ছার ফল যদি যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক না হয়, তাহলে 'আরব বসন্তের' আদলে বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে।’’
মোমেন এ সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, তিনি এ ধরনের কোনো শঙ্কা দেখছেন না।
আমরা একটি গণতান্ত্রিক দেশ। আপনারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হয়েছে। আমরা এই গণতান্ত্রিক ধারা বজায় রাখব।
মোমেন বলেন, বাংলাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করা হতে পারে। ‘আমরা এগুলো কাটিয়ে উঠতে পেরেছি। গণতন্ত্রে বিশ্বাস করে না এমন কিছু অশুভ শক্তি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করার চেষ্টা করছে।’
আরও পড়ুন: বহির্বিশ্বের চাপ নেই, আমরা আমাদের নিজেদের চাপের মধ্যে আছি: মোমেন
নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নয়, বোয়িং কেনার মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী