
বক্তারা এ মহান নেতার জীবন ও ইতিহাস প্রচারে এ জাতীয় প্রদর্শনীর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
প্রায় ১০০ অতিথির উপস্থিতিতে বঙ্গবন্ধুর ফটো প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান এবং ভারত, রাশিয়ার রাষ্ট্রদূতসহ ২৫টি দেশের মিশন প্রধান। এতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ফেডারেল কর্মকর্তাসহ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
হাইকমিশনার সুফিউর রহমান তার বক্তব্যে বঙ্গবন্ধুর জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার এবং তাদের দাবির কথা স্পষ্ট করে তুলে ধরার ব্যতিক্রমী দক্ষতার কথা তুলে ধরেন।
বঙ্গবন্ধু তার অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে যেভাবে বঞ্চনা ও শোষণের প্রতিবাদে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে সফল হয়েছিলেন এবং স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন তাও তিনি তুলে ধরেন।
করোনাভাইরাসজনিত মহামারির জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অতিথিরা ফটো প্রদর্শনী পরিদর্শন করেন।