বক্তারা এ মহান নেতার জীবন ও ইতিহাস প্রচারে এ জাতীয় প্রদর্শনীর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
প্রায় ১০০ অতিথির উপস্থিতিতে বঙ্গবন্ধুর ফটো প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান এবং ভারত, রাশিয়ার রাষ্ট্রদূতসহ ২৫টি দেশের মিশন প্রধান। এতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ফেডারেল কর্মকর্তাসহ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
হাইকমিশনার সুফিউর রহমান তার বক্তব্যে বঙ্গবন্ধুর জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার এবং তাদের দাবির কথা স্পষ্ট করে তুলে ধরার ব্যতিক্রমী দক্ষতার কথা তুলে ধরেন।
বঙ্গবন্ধু তার অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে যেভাবে বঞ্চনা ও শোষণের প্রতিবাদে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে সফল হয়েছিলেন এবং স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন তাও তিনি তুলে ধরেন।
করোনাভাইরাসজনিত মহামারির জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অতিথিরা ফটো প্রদর্শনী পরিদর্শন করেন।
ক্যানবেরাতে সপ্তাহব্যাপী ফটো প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে স্মরণ
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ক্যানবেরার মানুকা আর্ট সেন্টারের ‘হুও ডেভিস’ গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তার জীবন ও কর্মের ওপর সপ্তাহব্যাপী ফটো প্রদর্শনী শুরু হয়েছে।
মঙ্গলবার উদ্বোধন করা এ প্রদর্শনীতে বঙ্গবন্ধুর রাজনৈতিক নেতা হিসেবে গড়ে উঠা, বাঙালির অধিকার ও মুক্তির সকল আন্দোলনে নেতৃত্ব দান, তৎকালীন বিশ্ব নেতাদের সাথে বঙ্গবন্ধুর যোগাযোগ ও সখ্যতা ছাড়াও ব্যক্তি মুজিব ও পারিবারিক জীবনের মুজিবকে ৮৫টিরও বেশি বিভিন্ন দুর্লভ ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
হাইকমিশন জানায়, প্রদর্শনীটি আগামী রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
গ্যালারির ভেতরে বঙ্গবন্ধুর ভিডিওগুলোও প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনের আগে কয়েকজন বিশেষ অতিথি সংক্ষিপ্ত বক্তব্য দেন।